You dont have javascript enabled! Please enable it! পুকুরিয়াকান্দা বধ্যভূমি (পূর্বধলা, নেত্রকোনা) - সংগ্রামের নোটবুক

পুকুরিয়াকান্দা বধ্যভূমি (পূর্বধলা, নেত্রকোনা)

পুকুরিয়াকান্দা বধ্যভূমি (পূর্বধলা, নেত্রকোনা) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ধলাই নদীর তীরে পুকুরিয়াকান্দা গ্রামে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এ বধ্যভূমিতে বিভিন্ন সময়ে শতাধিক লোককে হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী নানা স্থান থেকে নিরীহ মানুষদের ধরে এনে এখানে নৃশংসভাবে হত্যা করত। তারা পূর্বধলায় প্রবেশের পর থেকেই এ বধ্যভূমিতে হত্যাযজ্ঞ শুরু করে। এ বধ্যভূমিতে নিহতদের মধ্যে যারা স্থানীয় ছিল কেবল তাদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- কছিম উদ্দিন (হাফানিয়া), চন্দু হাজী (মৌদাম), যতীন্দ্র চন্দ্র সরকার (ছোছাউড়া), সুবোধ চন্দ্র সরকার (পিতা যতীন্দ্র চন্দ্র সরকার, ছোছাউড়া), ফজর আলী (জাগীর) ও আবদুল আজিজ (জাগীর)। পাকিস্তানি ঘাতক বাহিনীর সদস্য মোহাম্মদ আলী এ বধ্যভূমিতে বেশিসংখ্যক মানুষকে হত্যা করে। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড