You dont have javascript enabled! Please enable it!

পিপুলিয়া গণহত্যা (কালীগঞ্জ, গাজীপুর)

পিপুলিয়া গণহত্যা (কালীগঞ্জ, গাজীপুর) সংঘটিত হয় ১৫ই ডিসেম্বর। হানাদার বাহিনীর এ গণহত্যায় ৯ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন।
কালীগঞ্জ সদর থেকে ৭ কিমি দাক্ষিণ-পশ্চিম দিকে পিপুলিয়া গ্রাম অবস্থিত। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী পূবাইল যুদ্ধে পরাজিত হয়ে পিপুলিয়া গ্রামে গণহত্যা চালায়। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি বাহিনী পিছু হটে পূবাইলে জড়ো হয়। মুক্তিযোদ্ধারা পূবাইলে তাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন। ১৪ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আলী হোসেন গ্রুপ ও বদরুজ্জামান খসরু গ্রুপ হানাদারদের ওপর আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে হানাদার বাহিনী পরাজিত হয়। যুদ্ধে পরাজয় বরণ করে তারা পূবাইলের পার্শ্ববর্তী পিপুলিয়া গ্রামে গণহত্যা চালায়। এ গণহত্যায় ৯ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। তারা হলেন— নীল রতন, যোগেশচন্দ্র শীল, গুনাই, ওমর চান, মোস্তাফা কামাল, হারেজ আলী, মোতালেব মোল্যা, মতিন সরকার ও আফজাল হোসেন। [মু. নাজমুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!