You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিখ্যাত জাদুকর পি সি সরকার জুনিয়র - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিখ্যাত জাদুকর পি সি সরকার জুনিয়র

পি সি সরকার জুনিয়র (জন্ম ১৯৪৬) ভারতের বিখ্যাত জাদুকর। তাঁর প্রকৃত নাম প্রদীপ চন্দ্র সরকার, কিন্তু তিনি পি সি সরকার জুনিয়র নামে বহুল পরিচিত। তিনি ১৯৪৬ সালের ৩১শে জুলাই অবিভক্ত ভারতের (বর্তমান বাংলাদেশ) টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। জাদুবিদ্যায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মার্লিন পুরস্কার লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পি সি সরকার জুনিয়র একটানা তিন মাস ভারতের বিভিন্ন স্থানে জাদু প্রদর্শন করে অর্জিত সম্পূর্ণ অর্থ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী-র হাতে তুলে দিয়ে তা বাংলাদেশে নিপীড়িত মানুষের কল্যাণে ব্যবহারের জন্য অনুরোধ করেন। নয় মাস ধরে তাঁর বাড়ি বাংলাদেশের মানুষের জন্য সর্বদা উন্মুক্ত ছিল। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪শে মার্চ ২০১৩ বাংলাদেশ সরকার কর্তৃক পি সি সরকার জুনিয়র-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড