You dont have javascript enabled! Please enable it! 1971.07.22 | শরণার্থীদের প্রয়ােজনীয় ত্রাণ ব্যবস্থার দাবিতে রানাঘাট বি ডি ও দপ্তরে গণ-ডেপুটেশন | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের প্রয়ােজনীয় ত্রাণ ব্যবস্থার দাবিতে রানাঘাট বি ডি ও দপ্তরে গণ-ডেপুটেশন

রানাঘাট, ২১ জুলাই (নিজস্ব)- কুপার্স ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকার শরণার্থীদের নানাবিধ জরুরী সমস্যার আশু সমাধানের দাবিতে গত ১৬ জুলাই স্থানীয় কমিউনিস্ট পার্টির পক্ষে এক প্রতিনিধি দল রানাঘাট ২ নং বি, ডি, ও দপ্তরে গণডেপুটেশন দেন। পূর্বাহ্নে সহস্রাধিক মানুষের এক মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
বি-ডি-ও দপ্তর প্রাঙ্গণে এক জমায়েতে সর্বশ্রী যতীন সাহা, অশােক চক্রবর্তী, কিরণেন্দু মুখার্জী প্রমুখ বক্তৃতা করেন। তারপর ৬ জনের এক প্রতিনিধিদল জয়েন্ট বি-ডি-র সঙ্গে সাক্ষাত করে ১৮ দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র দেন।
কপত্রে নতুন শরণার্থীদের নতুন রেশন কার্ড দান ও শুধু চালের পরিবর্তে ভারত সরকারের স্বীকৃতি অনুযায়ী প্রয়ােজনীয় যাবতীয় জিনিষপত্র দেওয়ার দাবি জানানাে হয়।

সূত্র: কালান্তর, ২২.৭.১৯৭১