পাখোয়া গণহত্যা (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা)
পাখোয়া গণহত্যা (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) সংঘটিত হয় ১৮ই অক্টোবর। এতে ৭ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারায়।
ঘটনার দিন সকাল ১০টার দিকে হঠাৎ একদল পাকিস্তানি সেনা গ্রামে ঢোকে। তারা স্কুল শিক্ষক দীনেশ চক্রবর্তীকে রাস্তা থেকে আটক করে। পরে পাখোয়ার আরো ৩ জন এবং পার্শ্ববর্তী ক্রোড়গাছা গ্রামের আরো ৩ জনকে জমিতে কৃষিকাজ করা অবস্থায় ধরে আনে। এ ৭ জনকে হানাদাররা স্থানীয় রাজাকারদের সহায়তায় পাখোয়ার রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পাখোয়া গণহত্যার শিকার ব্যক্তিরা হলেন— দীনেশ চন্দ্র চক্রবর্তী (পিতা রতিকান্ত চক্রবর্তী, হরিরামপুর), ভবানীকান্ত সরকার (পিতা পূর্ণ চন্দ্র দাস, হরিরামপুর), খোকারাম সরকার (পিতা পূর্ণ চন্দ্র দাস, হরিরামপুর), অশ্বিনী চন্দ্ৰ দাস (পিতা রাম হরিদাস, হরিরামপুর), হরিকান্ত বর্মণ (পিতা হনু রায় বর্মণ, ক্রোড়গাছা), কৈলাশ চন্দ্র বর্মণ (পিতা হনু রায় বর্মণ, ক্রোড়গাছা) ও গোরাচাঁদ বর্মণ (পিতা হনু রায় বর্মণ, ক্রোড়গাছা)। [জহুরুল কাইয়ুম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড