You dont have javascript enabled! Please enable it! পাঁচদোনা ব্রিজ বধ্যভূমি ও গণকবর (নরসিংদী সদর) - সংগ্রামের নোটবুক

পাঁচদোনা ব্রিজ বধ্যভূমি ও গণকবর (নরসিংদী সদর)

পাঁচদোনা ব্রিজ বধ্যভূমি ও গণকবর (নরসিংদী সদর) পাঁচদোনা ব্রিজে পাকবাহিনীর একটি ঘাঁটি ছিল। এটি ছিল নরসিংদী সদর থানার মধ্যে সবচেয়ে শক্ত ঘাঁটি। এ ব্রিজের দখল নিয়ে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধারা প্রতিরাতেই ১০টার দিকে ক্যাম্পের ওপর কয়েক রাউন্ড গুলি করতেন। ফলে হানাদার বাহিনী সব সময়ই ভীত-সন্ত্রস্ত হয়ে থাকত। তারা আতঙ্কে দিন কাটাত এবং সারারাত গুলি ছুড়তে থাকত। তারা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য ব্যস্ত থাকত এবং প্রতিশোধ নেয়ার জন্য নিরীহ জনগণকে নির্যাতন ও হত্যা করত। তারা প্রায়ই ব্রিজের ওপর দিয়ে যাতায়াতকারী যানবাহনে তল্লাশি চালাত, যাকে সন্দেহ হতো তাকে ধরে নিয়ে হত্যা করে ব্রিজের নিচে কবর দিত। এছাড়া নরসিংদীতে স্থাপিত তাদের হেডকোয়ার্টার্সে বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে নির্যাতন চালাত এবং পরে পাঁচদোনা ব্রিজ ও খাটারা ব্রিজে এনে হত্যা করে একইভাবে কবর দিত। জল্লাদ বাহিনী এমনিভাবে নরসিংদী কলেজের দুজন শিক্ষক সরোজ কুমার নাথ অধিকারী ও রাধা গোবিন্দ সাহাকে ধরে এনে পাঁচদোনা ব্রিজে হত্যা করে কবর দেয়। [মুহম্মদ ইমাম উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড