You dont have javascript enabled! Please enable it! 1971.05.17 | পশ্চিম নারায়ণপুর গণহত্যা (উজিরপুর, বরিশাল) - সংগ্রামের নোটবুক

পশ্চিম নারায়ণপুর গণহত্যা (উজিরপুর, বরিশাল)

পশ্চিম নারায়ণপুর গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই মে। এতে ১০ জন গ্রামবাসী শহীদ হন। সন্ধ্যা নদী দ্বারা বিচ্ছিন্ন উজিরপুর উপজেলার একটি গ্রাম নারায়ণপুর। গ্রামটি বরিশাল সদর থেকে প্রায় ২০ কিমি পশ্চিমে বানারীপাড়া উপজেলা সীমান্তে অবস্থিত। ১৭ই মে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল গুঠিয়া বাজার হয়ে পশ্চিম নারায়ণপুরে প্রবেশ করে। তাদের আগমনের খবর শুনে গ্রামের মানুষ নিরাপদ স্থানের জন্য ছুটাছুটি শুরু করে। হানাদাররা এ-সময় সামনে যাদের পেয়েছে তাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। পশ্চিম নারায়ণপুর গণহত্যায় সিকদার বাড়ির একই পরিবারের দুই সহোদরসহ ১০ জন গ্রামবাসী শহীদ হন। শহীদরা হলেন- সারদা দাস (৬৫) (পিতা নারায়ণ দাস), গোবিন্দ দাস (৪০) (পিতা সারদা দাস), আরজ আলী সিকদার (৪৫) (পিতা খোরশেদ সিকদার), চেরাগ আলী সিকদার (৪০) (পিতা খোরশেদ সিকদার), বনমালী সমাদ্দার (৭০), মনসুর মল্লিক (৬৫), খালেক হাওলাদার (৩৫) (পিতা আবদুর রশিদ হাওলাদার), সিরাজ দফাদার (৬০) (পিতা ধলু দফাদার), ললিত হালদার (৫০) ও মনসুর মল্লিক (৬৫)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড