You dont have javascript enabled! Please enable it!

পয়সারহাট যুদ্ধ (আগৈলঝাড়া, বরিশাল)

পয়সারহাট যুদ্ধ (আগৈলঝাড়া, বরিশাল) সংঘটিত হয় ২১শে মে। এতে ৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। এক পর্যায়ে পাকসেনারা পলায়ন করলে পয়সারহাট এলাকা হানাদারমুক্ত হয়।
আগৈলঝাড়া উপজেলার সীমান্ত এলাকায় কোটালীপাড়ার সন্নিকটে পয়সারহাটের অবস্থান। পয়সারহাট বাজারের কাছে রাজাপুর গ্রামে হেমায়েত উদ্দিন, বীর বিক্রম- তাঁর বাহিনীর সদর দপ্তর স্থান করেন। কোটালীপাড়ার যুদ্ধে পরাজিত হয়ে হানাদার বাহিনী প্রচণ্ড ক্ষিপ্ত হয়। তার প্রতিশোধ নিতে তারা ২১শে মে হেমায়েত বাহিনীর ঘাঁটি আক্রমণের উদ্দেশ্যে ৩টি গানবোট এবং ৩টি স্টিলবডি লঞ্চযোগে অগ্রসর হলে পয়সারহাটে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। সকাল থেকে শুরু হয়ে প্রায় সারা দিনব্যাপী যুদ্ধে ৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। বিকেল নাগাদ হানাদার বাহিনী পলায়ন করে। মুক্তিযোদ্ধাদের পক্ষে হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন এ যুদ্ধের নেতৃত্ব দেন। যুদ্ধে বিজয়ের ফলে পয়সারহাট এলাকা হানাদারমুক্ত হয়। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!