You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের শিক্ষাবিদ পবিত্র সরকার

পবিত্র সরকার (জন্ম ১৯৩৭) ভারতের শিক্ষাবিদ। তিনি ১৯৩৭ সালের ২৮শে মার্চ পূর্ব বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম পতিত পাবন সরকার এবং মাতার নাম জ্যোতির্ময়ী সরকার। তিনি ১৯৫৯ সালে বঙ্গবাসী কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৬১ সালে
কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি বঙ্গবাসী কলেজে (১৯৬২) ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (১৯৬৩) অধ্যাপনা করেন। পরবর্তীকালে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং ১৯৭৫ সালে সেখান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পবিত্র সরকার বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থপতি ড. ফজলুর রহমান খান এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল বারীর সঙ্গে একাত্ম হয়ে বাঙালি ও ভারতীয়দের সংগঠিত করেন। তাঁরা গেরিলা যুদ্ধের সহায়ক দ্রব্যসামগ্রী কিনে বাংলাদেশে পাঠানোর জন্য তহবিল গঠনের লক্ষ্যে শিকাগো ইন্টারন্যাশনাল হল ও মিশিগান বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে মিশিগান ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বক্তৃতা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করেন। সংগৃহীত অর্থ দিয়ে ফ্লিপার, রবারের নৌকা, যোগাযোগ যন্ত্র ইত্যাদি ক্রয় করে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছিল। ভারতে ফিরে এসে তিনি পুনরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং এমিরিটাস প্রফেসর হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন (১৯৯০-৯৭)। অবসর গ্রহণের পর (১৯৯৭- ২০০৩) তিনি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত মৌলিক গ্রন্থ ৬০টি ও সম্পাদিত গ্রন্থ ৪৫টি। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক পবিত্র সরকার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!