You dont have javascript enabled! Please enable it!

পয়লার ব্রিজ গণহত্যা (মেলান্দহ, জামালপুর)

পয়লার ব্রিজ গণহত্যা (মেলান্দহ, জামালপুর) সংঘটিত হয় নভেম্বর মাসের প্রথম দিকে। এতে ৮ জন নিরীহ মানুষ শহীদ হন। তাদের মধ্যে ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন— গৌরাঙ্গ কশাই (শাহজাদপুর), ভীম হাজী (বাঘাডোবা), শমসের (আদিপৈত) ও আব্দুল বারেক কশাই (শাহজাদপুর)।
পয়লার ব্রিজ থেকে পশ্চিম দিকে মাহম্মুদপুর বাজার। বাজারের দক্ষিণ-পূর্ব পাশে ঐতিহ্যবাহী সরকার বাড়ি। পাকবাহিনী যেদিন এ বাড়িতে আগুন দেয়, সেদিন গুলি করে ৩ জনকে হত্যা করে। তারা হলেন- মানিক সরকার, কাশেম সরকার ও কালু মণ্ডল।
একই দিন আর যাদের ঘরবাড়ি লুটতরাজ করার পর পুড়িয়ে দেয়া হয়, তারা হলেন— আব্দুর রহমান সরকার, আজিজুল হক সরকার, মিনহাজ উদ্দিন সরকার, ইয়াকুব আলী সরকার, হাবিবুর রহমান সরকার, মুজিবুর রহমান সরকার, কাশেম সরকার, সুরুজ্জামান সরকার, আব্দুর রাজ্জাক সরকার, মমতাজ উদ্দিন সরকার, আফছার আলী সরকার, সামচুল হক সরকার এবং মুসলেম উদ্দিন সরকার। [এস এম জুলফিকার আলী লেবু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!