You dont have javascript enabled! Please enable it! 1971.09.09 | পটিয়া জমিরিয়া মাদ্রাসা মুজাহিদ ক্যাম্প অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

পটিয়া জমিরিয়া মাদ্রাসা মুজাহিদ ক্যাম্প অপারেশন (পটিয়া, চট্টগ্রাম)

পটিয়া জমিরিয়া মাদ্রাসা মুজাহিদ ক্যাম্প অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) পরিচালিত হয় ৯ই সেপ্টেম্বর। এর ফলে মাদ্রাসার মুজাহিদরা পালিয়ে যায় এবং তাদের কিছু অস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।
পটিয়া জমিরিয়া মাদ্রাসা ছিল মুজাহিদদের ক্যাম্প। পটিয়া পিটিআই হানাদার ক্যাম্প থেকে এখানে ১০০টি থ্রি-নট-থ্রি রাইফেল সরবরাহ করা হয়েছিল। ৯ই সেপ্টেম্বর সুলতান আহমদ কুসুমপুরী এমপিএ-র নির্দেশে হাবিলদার আছহাব মিয়ার নেতৃত্বে ৪০ জন মুক্তিযোদ্ধা চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি থেকে এসে এ ক্যাম্পে অপারেশন পরিচালনা করেন। তাঁরা সেদিন রাত ২টার দিকে পটিয়া এলএসবি গোডাউন স্থলে অবস্থান নিয়ে রাত ৩টার দিকে মাদ্রাসার উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে আক্রমণ করেন। মুজাহিদরাও পাল্টা গুলি চালায়। ভোররাত ৫টা পর্যন্ত প্ৰায় দুঘণ্টা ভয়াবহ যুদ্ধ হয়। শেষ পর্যন্ত মুজাহিদরা পরাজিত হয়ে মাদ্রাসার পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা মাদ্রাসায় প্রবেশ করে ১২টি থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার করেন। এ অপারেশনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন- কমান্ডার হাবিলদার আছহাব মিয়া (পিতা কেরামত আলী, উত্তর গাছবাড়িয়া, চন্দনাইশ), লাঠি আলম (পটিয়া), সালেহ আহমদ (পিতা এনায়েত আলী, খরনা, পটিয়া), মো. রফিকুল ইসলাম (পিতা গুরা মিয়া, উত্তর গাছবাড়িয়া; সেনা- সদস্য), এ কে এম হারুন (পিতা হাবিবুর রহমান, উত্তর গাছবাড়িয়া; ইপিআর-সুবেদার) প্রমুখ। [শামসুল আরেফীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড