You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | নোয়াপাড়া গণহত্যা (চৌদ্দগ্রাম, কুমিল্লা) - সংগ্রামের নোটবুক

নোয়াপাড়া গণহত্যা (চৌদ্দগ্রাম, কুমিল্লা)

নোয়াপাড়া গণহত্যা (চৌদ্দগ্রাম, কুমিল্লা) ২৬শে মে সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৭ জন নিরপরাধ মানুষ শহীদ হন।
পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় ২৬শে মে চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম আক্রমণ করে। গ্রামের মধ্যে প্রবেশ করে তারা বাড়িঘরে। লুণ্ঠন, অগ্নিসংযোগ ও গণহত্যা চালায়। হানাদারদের এ গণহত্যায় প্রাইমারি স্কুল শিক্ষক শফিকুর রহমান, আমিনুর রহমান, চিওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, নুরে আলম মজুমদার, অপর একজন শিক্ষক, দুজন – পথচারীসহ ৭ জন নিরপরাধ মানুষ শহীদ হন। এ-সময় কয়েকজন নারী হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের শিকার হন। গণহত্যার পর শহীদদের লাশ এলাকাবাসী নোয়াপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর বাড়িতে একটি গণকবরে সমাহিত করে। [মোতাহার হোসেন মাহবুব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড