নোয়াপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)
নোয়াপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এদিন সকালে পাকসেনাদের একটি দল চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সত্তারঘাট হয়ে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড চালায়। ফেরার পথে তারা নোয়াপাড়া গ্রামে একটি গণহত্যা সংঘটিত করে। এতে ১২ জন গ্রামবাসী নিহত হয়। নিহতরা হলেন- যামিনী রঞ্জন দাশ (পিতা জগৎ চন্দ্র দাশ, ঝিকুঠীপাড়া), পাণ্ডারাম দাশ (পিতা বিপিন চন্দ্র দাশ, ঝিকুঠীপাড়া), নিশিকান্ত আচার্য্য (পিতা রাম কানাই আচাৰ্য্য), ধনঞ্জয় দে, যোগেশ চন্দ্র দে, গোপাল চন্দ্র দে (পিতা যোগেশ চন্দ্র দে), নারায়ণ চন্দ্র দে (পিতা গোবিন্দ চন্দ্ৰ দে), গোপাল আচার্য্য (পিতা প্রমোদ আচার্য্য), তারাচরণ সর্দার, হান্দু মিয়া (পটিয়াপাড়া), মো. হানিফ (পিতা সোনা মিয়া) ও জামাল উদ্দিন (পিতা আব্দুর রশিদ)। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড