You dont have javascript enabled! Please enable it!

পটিয়া ইন্দ্রপুল অপারেশন (পটিয়া, চট্টগ্রাম)

পটিয়া ইন্দ্রপুল অপারেশন (পটিয়া, চট্টগ্রাম) পরিচালিত হয় ১৯শে নভেম্বর। শাহজাহান ইসলামাবাদী গ্রুপ, আবদুল গফুর গ্রুপ, এ কে এম সামছুল আলম গ্রুপ, মহসিন খান গ্রুপ এবং শাহ আলম গ্রুপ সম্মিলিতভাবে এ অপারেশন পরিচালনা করে। এতে পুলটি বিধ্বস্ত হয় এবং এর ফলে হানাদারদের যাতায়াতে বিঘ্ন ঘটে।
আরাকান সড়কের ওপর অবস্থিত ইন্দ্রপুল নামে ব্রিজটি ছিল মূলত বেইলি ব্রিজ। ইস্পাতের শক্ত কাঠামোর ওপর কাঠের তক্তা বিছিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছিল। পাকিস্তানি বাহিনী চট্টগ্রাম শহর থেকে দক্ষিণে তাদের পটিয়া পিটিআই ক্যাম্প, দোহাজারী সিএন্ডবি ক্যাম্প কিংবা আরো দক্ষিণে যেতে অনেকগুলো ব্রিজের মধ্যে এ ব্রিজটিও ব্যবহার করত। তাই তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে উপর্যুক্ত গ্রুপগুলো ইন্দ্ৰপুল ধ্বংস করার জন্য অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেয়। অপারেশন পরিচালনার আগে ১৭ ও ১৮ই নভেম্বর দুদিন রেকি করা হয়। ১৯শে নভেম্বর গ্রুপগুলোর মুক্তিযোদ্ধারা ব্রিজটির নিকটবর্তী হয়ে বিভিন্ন স্থানে পজিশন নেয়ার পর একজন মুক্তিযোদ্ধা প্লাস্টিক এক্সপ্লোসিভে কর্টেক্স লাগিয়ে দেন এবং কতিপয় মুক্তিযোদ্ধা ফিউজ জ্বালিয়ে ব্রিজের ওপর কিছু ককটেল ছুঁড়ে দেন। আধা মিনিটের মধ্যে বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে পশ্চিম দিকে হেলে পড়ে। ব্রিজটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। এভাবে ব্রিজটি ধ্বংস হওয়ার পরপর চার জিপ পাকিস্তানি সেনা ঘটনাস্থলে আসে। ততক্ষণে মুক্তিযোদ্ধারা নিরাপদ স্থানে সরে পড়েন। [শামসুল আরেফীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!