You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী

নৃপেন চক্রবর্তী (১৯০৫-২০০৪) ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা। তিনি ১৯০৫ সালের ৪ঠা এপ্রিল পূর্ব বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজকুমার চক্রবর্তী এবং মাতার নাম উত্তমা সুন্দরী চক্রবর্তী। তিনি আউটশাহী উচ্চ বিদ্যালয় থেকে ১৯২৫ সালে এনট্রান্স পাস করেন এবং ঢাকার জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তখন থেকেই তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। তিনি ১৯৩৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-তে যোগ দেন এবং ১৯৩৭ সালে বঙ্গীয় শাখার সেক্রেটারি নির্বাচিত হন। তিনি আনন্দবাজার পত্রিকা-র সাব-এডিটর
(১৯৩৬-৩৯) এবং পার্টির মুখপত্র দৈনিক স্বাধীনতা পত্রিকার কো-এডিটর ও নিয়মিত কলামিস্ট ছিলেন। তাঁর জীবনের মোট ১৮ বছর জেলে কাটে।
নৃপেন চক্রবর্তী ১৯৫৭ সালে ত্রিপুরার আঞ্চলিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তখন থেকেই বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৪ সালে সিপিআই (মার্কসবাদী)- তে যোগদান করেন। ১৯৬৭-৭৭ সময়ে তিনি এর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও ১৯৭২ সালে কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন। তিনি ১৯৭৮-৮৮ সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের একটি বিরাট অংশ ত্রিপুরায় আশ্রয় নেয়। ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং সিপিআই (মার্কসবাদী)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নৃপেন চক্রবর্তী রাজ্যের বিভিন্ন স্থানে শরণার্থী শিবির স্থাপন এবং শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহে সমগ্র রাজ্যব্যাপী তৎপরতায় নেতৃত্ব দেন। বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর ঐ সরকারকে ভারত সরকার কর্তৃক স্বীকৃতির দাবিতে সমগ্র ত্রিপুরা রাজ্যে সভা-সমাবেশ সংগঠিত করতে এবং ত্রিপুরাবাসীকে বাংলাদেশীদের পাশে সংঘবদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৪ সালের ২৫শে ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। মহান মুক্তিযুদ্ধে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক নৃপেন চক্রবর্তী- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!