You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ নেপাল নাগ

নেপাল নাগ (১৯০৮-১৯৭৮) ভারতের রাজনীতিবিদ। তিনি ১৯০৮ সালের ১৯শে সেপ্টেম্বর পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পূর্ববঙ্গের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারি এবং এখানকার প্রথম শিল্প এলাকা নারায়ণগঞ্জের ট্রেড ইউনিয়ন আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। ভাষা-আন্দোলন সংগঠকদেরও তিনি একজন ছিলেন। রহমান ভাই নামে তিনি জনপ্রিয় ছিলেন। ঢাকায় ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এ আন্দোলনের ফলে তাঁকে বেশ কয়েক বছরের জন্য কারাবরণ করতে হয়। তাঁর স্ত্রী নিবেদিতা নাগও ঢাকায় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন।
১৯৬০ সালের নভেম্বর মাসে নেপাল নাগ পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য মস্কো সফর করেন। এই সম্মেলনে ৮১টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নেপাল নাগ কমিউনিস্ট পার্টির এই আন্তর্জাতিক সম্মেলনে ভূমিকা পালন করেন। ১৯৭৮ সালের ৫ই অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) নেতা নেপাল নাগ বামপন্থী গেরিলা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা করেন। তিনি ও তাঁর স্ত্রী শরণার্থীদের কল্যাণেও যথাসাধ্য সহায়তা করেন। তাঁদের বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের একটি আশ্রয়স্থল। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক নেপাল নাগকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণোত্তর) প্রদান করা হয় (১৫ই ডিসেম্বর ২০১২)। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!