নোয়াপাড়া অপারেশন (মাধবপুর, হবিগঞ্জ)
নোয়াপাড়া অপারেশন (মাধবপুর, হবিগঞ্জ) পরিচালিত হয় ৩রা মে। এর ফলে পাকবাহিনীর একটি কনভয় ধ্বংস হয়ে যায় এবং কয়েকজন সৈন্য হতাহত হয়। মুক্তিবাহিনীর উপর্যুপরি আক্রমণে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া-চুনারুঘাট অংশটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হয়ে পড়লে তারা জেলাপরিষদের নিয়ন্ত্রণাধীন জগদীশপুর-শাহজীবাজার- শায়েস্তাগঞ্জ সড়কটি ব্যবহার করতে শুরু করে। তাদের যোগাযোগে বাধা সৃষ্টির লক্ষ্যে সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ্ শাহজীবাজার থেকে নোয়াপাড়া পর্যন্ত এলাকায় অপারেশন পরিচালনার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি ২রা মে ক্যাপ্টেন মতিন ও ক্যাপ্টেন সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করেন। উক্ত বাহিনী প্রথমে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় আক্রমণের পরিকল্পনা করে। কিন্তু আক্রমণের পূর্বেই শত্রুপক্ষ সংশ্লিষ্ট স্থানে তাদের প্রস্তুতি জোরদার করলে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা ব্যর্থ হয়। পরের দিন শাহজীবাজারের দক্ষিণ দিকে নোয়াপাড়া এলাকায় তাঁরা শত্রুবাহিনীর ওপর আক্রমণের প্রস্তুতি নেন। তাঁরা সুবিধামতো স্থানে ওঁৎ পেতে থেকে যথাসময়ে সফল আক্রমণ পরিচালনা করেন। এতে শত্রুপক্ষের তিনটি ট্রাকের কনভয় ধ্বংস হয়ে যায় এবং কিছু সংখ্যক সৈন্য হতাহত হয়। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড