বীর বিক্রম নূরুল ইসলাম
নূরুল ইসলাম, বীর বিক্রম সিপাহি ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দাতখর বাজার ইউনিয়নের অন্তর্গত পূর্ব তালতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সেকান্দর আলী এবং মাতার নাম ফাতেমা খাতুন।
নূরুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি ৪র্থ বেঙ্গল রেজিমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। বিভিন্ন প্রতিরোধযুদ্ধে অংশ নিয়ে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেন। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে খালেদ মোশাররফের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সালদা নদী এলাকায় পাকবাহিনীর শক্তিশালী ঘাঁটিগুলোতে একযোগে আক্রমণ চালান। কয়েকদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলে। নূরুল ইসলাম এ-যুদ্ধে সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখেন। যুদ্ধের এক পর্যায়ে শত্রুপক্ষের এক গুলিতে তিনি শাহাদত বরণ করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং জীবন উৎসর্গ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নূরুল ইসলাম ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি ছিলেন অবিবাহিত। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড