বীর বিক্রম নূর আহমেদ গাজী
নূর আহমেদ গাজী, বীর বিক্রম (১৯৩৮-১৯৭১) নায়েক সুবেদার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৩৮ সালের ১১ই মার্চ চাঁদপুরের গোবিন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ফরমান আলী গাজী এবং মাতার নাম দুধ মেহের। তিনি স্থানীয় বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিতে তিনি ইএমই কোর্স সম্পন্ন করেন।
নূর আহমেদ গাজী পাকিস্তান সেনাবাহিনীতে নায়েক সুবেদার পদে কর্মরত ছিলেন। পাকবাহিনী ১৯৭১ সালের ২৫শে মার্চ নিরীহ বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ শুরু করলে দেশকে স্বাধীন করার দৃঢ় শপথ নিয়ে তিনি ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
উক্ত সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। তাঁর দুঃসাহসিক অভিযানে চাঁদপুরের বিভিন্ন অঞ্চল সহজেই মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে আসে। ২রা সেপ্টেম্বর চাঁদপুরের বাখরপুর গ্রামের মজুমদার বাড়িতে পাকহানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে নির্ভীক ভূমিকা ও আত্মোৎসর্গের জন্য তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।
নূর আহমেদ গাজী ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মোসা. খায়রুন নেসা বেগম। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড