You dont have javascript enabled! Please enable it!

নীলগঞ্জ ব্রিজ বধ্যভূমি (কিশোরগঞ্জ সদর)

নীলগঞ্জ ব্রিজ বধ্যভূমি (কিশোরগঞ্জ সদর) কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজথাপন ইউনিয়নে অবস্থিত। কিশোরগঞ্জ শহর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে নীলগঞ্জ বাজারের অবস্থান। এ বাজারের শেষ মাথায় নরসুন্দা নদীর ওপর একটি ব্রিজ রয়েছে। এটি নীলগঞ্জ ব্রিজ নামে পরিচিত। এ ব্রিজ থেকে তাড়াইল উপজেলার সীমানা শুরু। মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি সেনারা এ ব্রিজে প্রায় ৩০ জন নিরীহ মানুষকে বিভিন্ন সময়ে নির্মমভাবে হত্যা করে। এখানে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— আহম্মদ আলী (পিতা মো. ফজর আলী, হয়বতনগর, কিশোরগঞ্জ শহর), গোপাল চন্দ্ৰ বৰ্মণ (পিতা নীলমোহন বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ), সুভাষ চন্দ্ৰ বর্মণ (পিতা নীলমোহন বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ), যুধিষ্ঠির বর্মণ (পিতা নীলমোহন বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ), হলধর বর্মণ (পিতা পরমেশ্বর বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ), মুকুন্দ বর্মণ (পিতা পবন চন্দ্র বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ), কেবল চন্দ্র গোস্বামী (পিতা বোধরাম বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ) ও সজনী বর্মণ (পিতা সনাতন বর্মণ, বেপারীপাড়া, নীলগঞ্জ)। [জাহাঙ্গীর আলম জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!