বীর বিক্রম নুরুল ইসলাম
নুরুল ইসলাম, বীর বিক্রম (১৯৩০-১৯৭১) একজন নির্ভীক শহীদ মুক্তিযোদ্ধা। তিনি ১৯৩০ সালে ফেনী জেলার লস্করহাট উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুন্সী আহম্মদউল্লাহ এবং মাতার নাম ফিরোজা বেগম।
নুরুল ইসলাম ১৯৪৯ সালের ২১শে জানুয়ারি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে হাবিলদার (সার্জেন্ট) পদে কর্মরত ছিলেন। গ্রামের বাড়িতে ২ মাসের ছুটি ভোগ করার সময় মুক্তিযুদ্ধ শুরু হয়। দেশকে শত্রুমুক্ত ও স্বাধীন করার প্রত্যয় নিয়ে তিনি যুদ্ধে যোগদান করেন। তিনি ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে যুদ্ধ করেন। তিনি অসংখ্য সম্মুখ যুদ্ধ ও গেরিলা হামলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ৮ই জুন বিলোনিয়া যুদ্ধে তিনি শহীদ হন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও জীবন উৎসর্গ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ১ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম কাঞ্চন বিবি। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড