You dont have javascript enabled! Please enable it! অকুতোভয় সৈনিক এবং শহীদ মুক্তিযোদ্ধা বীর বিক্রম নূরুল ইসলাম - সংগ্রামের নোটবুক

অকুতোভয় সৈনিক এবং শহীদ মুক্তিযোদ্ধা বীর বিক্রম নূরুল ইসলাম

নূরুল ইসলাম, বীর বিক্রম মুজাহিদ, একজন অকুতোভয় সৈনিক এবং শহীদ মুক্তিযোদ্ধা। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলাধীন শলুয়া বাজার ইউনিয়নের আফরা চন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শফি উল্লাহ এবং মাতার নাম হায়তুন নেছা।
নূরুল ইসলাম মুজাহিদ বাহিনীতে চাকরি করতেন। ১৯৬৫ সালে তিনি এ বাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি ছুটিতে গ্রামের বাড়িতে ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতা শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন। মেজর হুদার সঙ্গে তিনি ভারতে যান এবং বিহারসহ অন্যান্য ক্যাম্পে প্রশিক্ষণ নেন। প্ৰশিক্ষণ শেষে তিনি দেশে ফিরে ৮ নম্বর সেক্টরের সঙ্গে যুক্ত হন এবং যশোর জেলার চৌগাছা এলাকায় পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশ নেন। ৫ই আগস্ট সাব-সেক্টর কমান্ডার মেজর নাজমুল হুদার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা চৌগাছার বিওপিতে পাকবাহিনীর ঘাঁটি আক্রমণ করেন। কয়েকঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলে। এ-যুদ্ধে নূরুল ইসলাম বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। যুদ্ধের এক পর্যায়ে পাকবাহিনীর একটি দল অতর্কিতে পেছন দিক থেকে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করলে অধিকাংশ মুক্তিযোদ্ধা নিরাপদ স্থানে অবস্থান নেন। এ অবস্থায় অল্প কয়েকজন সঙ্গীসহ নূরুল ইসলাম বীর দর্পে যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধরত অবস্থায় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও আত্মোৎসর্গের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম আনোয়ারা বেগম। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড