You dont have javascript enabled! Please enable it!

নিতপুর গণহত্যা (পোরশা, নওগাঁ)

নিতপুর গণহত্যা (পোরশা, নওগাঁ) সংঘটিত হয় ১৬ই জুলাই। এতে ২১ জন নিরীহ মানুষ শহীদ হন। পোরশা উপজেলা সদরের পার্শ্ববর্তী নিতপুরে যেখানে বর্তমান ডাকবাংলো অবস্থিত সেখানে পাকসেনারা তাদের হত্যা করে। হত্যার পর নিহতদের লাশ ডাকবাংলোর কূপে ফেলে দেয়। পাকসেনাদের নিতপুর ক্যাম্পের কমান্ডার মেজর খোরশেদ আলমের নেতৃত্বে এ গণহত্যার ঘটনা ঘটে হয়। গণহত্যার শিকার যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন— রামা উরাও (পিতা বোনা উরাও, মশবই, ছাওড়), সিদু উরাও (পিতা গবরা উরাও, মশবই, ছাওড়), উকিল উরাও (পিতা ডম্বা উরাও, মশবই) এবং সামারা উরাও (পিতা গয়েন্দা উরাও, মশবই)। [এম রইচ উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!