You dont have javascript enabled! Please enable it!

মুক্তিযুদ্ধে ভারতের কবি ও সাংবাদিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী

নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯২৪-২০১৮) ভারতের কবি ও সাংবাদিক। তিনি ১৯২৪ সালের ১৯শে অক্টোবর পূর্ব বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী এবং মাতার নাম প্রফুল্ল নলিনী দেব। তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন এবং সেন্ট পলস কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক পাস করেন। তারপরই তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। আনন্দবাজার গ্রুপে যোগ দিয়ে দীর্ঘ ১২ বছর তিনি এ গ্রুপের টিনএজ ম্যাগাজিন আনন্দমেলা-র সম্পাদক ছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকা-র সম্পাদকীয় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি কবিতা, প্রবন্ধ ও উপন্যাস লেখেন। তাঁর ৪৮টিরও বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে। দেশ-বিদেশের বহু কবি সম্মেলনে আমন্ত্রিত হয়ে তিনি যোগ দেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, শরৎচন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন। ২০০৪-১১ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ছিলেন।
মুক্তিযুদ্ধকালে কলকাতায় গঠিত বাংলাদেশ সহায়ক সমিতি-র সাধারণ সম্পাদক হিসেবে ভারতের শিল্পী-সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের পক্ষে সত্রিয় ভূমিকা পালনে তিনি নেতৃত্ব দান করেন। নানান অনুষ্ঠানের আয়োজন এবং বিভিন্ন জায়গা থেকে অর্থসংগ্রহ করে মুক্তিযুদ্ধে সাহায্যার্থে তা দান করেন। তাছাড়া, তিনি যুক্তরাষ্ট্রে গমন করে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য তুলে ধরে এর পক্ষে জনমত সৃষ্টিতে অবদান রাখেন। মহান মুক্তিযুদ্ধে মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার নীরেন্দ্রনাথ চক্রবর্তী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। তিনি ২০১৮ সালের ২৫শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!