নালুয়া চা-বাগান গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ)
নালুয়া চা-বাগান গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত হয় ১৬ই মে। এতে ২৭ জন চা শ্রমিক শহীদ হন। চুনারুঘাট থানার সর্বদক্ষিণে ভারতীয় সীমান্তঘেঁষা ব্রিটেনের ডানকান ব্রাদার্স লিমিটেড-এর মালিকানাধীন নালুয়া চা- বাগান অবস্থিত। ১৪ই মে নালুয়ায় মুক্তিযোদ্ধাদের পাতা মাইন বিস্ফোরণে বিপুল সংখ্যক পাকিস্তানি সৈন্য নিহত হয়। পরদিন নিহত পাকসেনাদের মরদেহ তারা নিয়ে যায়। ১৬ই মে পাকসেনারা নালুয়া চা-বাগানে মুক্তিযোদ্ধাদের সন্ধানে তল্লাশি চালায়। কিন্তু মুক্তিযোদ্ধাদের না পেয়ে নিরীহ চা- শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করে। তারা নালুয়া চা-বাগানের সর্দার আনন্দ মুণ্ডা ও তার পাঁচ পুত্র, চানপুর চা- বাগানের শ্রমিক সরদার ও মুক্তিযুদ্ধের সংগঠক নিবারণ উড়াং সরদারসহ ২৭ জন চা-শ্রমিককে গ্রেফতার করে। তাদের নালুয়া চা-বাগানের পশ্চিম লেনের ধরমটিলায় নিয়ে তারা একে-একে হত্যা করে পানির কূপে ফেলে দেয়। নালুয়া চা- বাগান গণহত্যায় শহীদরা হলেন— আনন্দ মুণ্ডা (পিতা বুদু মুণ্ডা), পাত্রাশ মুণ্ডা (পিতা আনন্দ মুণ্ডা), ভদ্ৰ মুণ্ডা (পিতা আনন্দ মুণ্ডা), আলিয়াজার মুণ্ডা (পিতা সমরা মুণ্ডা), আলী আজহর মুণ্ডা (পিতা পাতারা মুণ্ডা), বিপিন মুণ্ডা (পিতা সানিকা মুণ্ডা), মাংড়া খাড়িয়া (পিতা বুন্দা খাড়িয়া), কাটে খাড়িয়া (পিতা ভুবন খাড়িয়া), ওজিত উড়াং (পিতা রানা উড়াং), এতে খাড়িয়া (পিতা মধু মোহন খাড়িয়া), জংগোলু গড় (পিতা রম্বু গড়), ধরনি রুদ্রপাল (পিতা লিটু কুমার রুদ্রপাল), চণ্ডে ঝড়া (পিতা মুংগুলো ঝড়া), ডেম্বু ঝড়া (পিতা মুংগুলো ঝড়া), সমরা ঝড়া (পিতা মুংগুলো ঝড়া), টুইল ঝড়া (পিতা মংগুলো ঝড়া), বনু ঝড়া (পিতা মংগুলো ঝড়া), ফাগু বাড়াইক (পিতা বজিনাথ বাড়াইক), বৈকুণ্ঠ রুদ্রপাল (পিতা বীম রুদ্রপাল), জামলা মোড়া (পিতা চাং মুড়া), হাগরু ঝড়া (পিতা সমরা ঝড়া), শুকরা ঝড়া (পিতা মংলু ঝড়া), নীলকণ্ঠ রুদ্রপাল (পিতা বীম রুদ্রপাল), মাধব তাতী, গপিয়া খাড়িয়া (পিতা গন্ধরা খাড়িয়া), শুকরা খাড়িয়া (পিতা বগন খাড়িয়া) ও নিবারণ উড়াং সরদার (পিতা লালু উড়াং সরদার)। ধরমনাথ লেনের পানির কূপ সংস্কার করে সেখানে শহীদদের নামে একটি নামফলক স্থাপন করা হয়েছে। স্বাধীনতার পর নিবারণ উড়াং সরদারের মরদেহ উদ্ধার করে স্বজনরা চানপুর চা-বাগানে সমাহিত করেন। সেখানে তাঁর স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। [মিলন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড