You dont have javascript enabled! Please enable it! 1971.05.29 | নালুয়া চা-বাগান যুদ্ধ (চুনারুঘাট, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

নালুয়া চা-বাগান যুদ্ধ (চুনারুঘাট, হবিগঞ্জ)

নালুয়া চা-বাগান যুদ্ধ (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত হয় ২৯শে মে। এতে ১৯ জন পাকসেনা নিহত হয়। অপরপক্ষে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
পাকসেনারা ৩ নং সেক্টরের অধীন চুনারুঘাট থানার নালুয়া চা-বাগান এলাকায় প্রায়ই মুক্তিযোদ্ধাদের সন্ধানে অভিযানে আসত। তারা ১৬ই মে এ বাগানে গণহত্যা চালিয়ে ২৭ জনকে হত্যা করে পানির কূপে ফেলে দেয়। পরবর্তীতে ৩ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এম এ মতিন এবং মুক্তিযোদ্ধা আবদুল খালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের আক্রমণের জন্য এ এলাকায় ওঁৎ পেতে থাকেন। ঘটনার দিন পাকিস্তানি সেনাদের তিনটি জিপসহ কয়েকটি গাড়ি ঐ এলাকায় পৌছামাত্র মুক্তিযোদ্ধাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিনটি জিপ ধ্বংস হয়ে যায়। এ-সময় মুক্তিযোদ্ধাদের মর্টার শেল নিক্ষেপে ১৯ জন পাকসেনা ঘটনাস্থলে নিহত হয় এবং মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পাকসেনাদের গুলিতে শাহাদত বরণ করেন। পরদিন আব্দুল খালেকের মরদেহ মুক্তিযোদ্ধারা নালুয়া চা-বাগানের দমদমিয়া নামক স্থানে সমাহিত করেন। তাঁর সমাধি বাঁধাই করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন। [মিলন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড