নারায়ণপুর গণকবর (বালিয়াকান্দি, রাজবাড়ী)
নারায়ণপুর গণকবর (বালিয়াকান্দি, রাজবাড়ী) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত। হানাদার বাহিনী ও তাদের দোসররা এ গ্রামের ১১ জন হিন্দুকে হত্যা করে গণকবর দেয়। তারা হলেন- নেপাল বিশ্বাস, দেবেন্দ্র নাথ বিশ্বাস, নগেন্দ্র নাথ বিশ্বাস, রবীন্দ্রনাথ চক্রবর্তী, লালন প্রামাণিক, অধর বিশ্বাস, রায় চরণ, নগেন্দ্র নাথ রায়, কিশোর লাল বিশ্বাস, আনন্দ রাহা এবং ব্রজেন্দ্র সরকার। এদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে একই গর্তে ফেলে রাখা হয়। বর্তমানে সেখানে নারায়ণপুর সার্বজনীন পূজা মন্দির অবস্থিত। [এম ইকরামুল হক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড