You dont have javascript enabled! Please enable it!

নান্দিনা যুদ্ধ (জামালপুর সদর)

নান্দিনা যুদ্ধ (জামালপুর সদর) সংঘটিত হয় নভেম্বর মাসের শুরুর দিকে। জামালপুর সদর উপজেলার নান্দিনাস্থ বারোমারী চড়পাড়ায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যে যুদ্ধ হয় তা নান্দিনা যুদ্ধ হিসেবে পরিচিত। এ যুদ্ধে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য ও রাজাকার হতাহত হয় এবং তারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।
জামালপুরের নান্দিনার বারোমারী চরপাড়া গ্রামে ১৩০ জন মুক্তিযোদ্ধা অবস্থান করেন। স্থানীয় দালালদের মাধ্যমে এ খবর জানতে পেরে পাকিস্তানি বাহিনী অতর্কিত তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় মুক্তিযোদ্ধারা খাবার খাচ্ছিলেন। এ অবস্থায় দ্রুত পজিশন নিয়ে তারা পাল্টা আক্রমণ চালান। উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের এক পর্যায়ে বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য ও রাজাকার হতাহত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। [সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!