You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের রাজনীতিবিদ নারায়ণ খাড়কা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের রাজনীতিবিদ নারায়ণ খাড়কা

নারায়ণ খাড়কা নেপালের রাজনীতিবিদ। তিনি ১৯৪৯ সালের ২০শে মার্চ নেপালের ভোজপুর জেলার ডিংলায় জন্মগ্রহণ করেন। তিনি ভারতের পুনে থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই নারায়ণ খাড়কা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি নেপালি কংগ্রেস দলের একজন কেন্দ্রীয় সদস্য। নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি প্রথম নেপালি সংবিধান পরিষদের সদস্য থাকাকালে ন্যাশনাল ইন্টারেস্ট প্রিজারভেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দ্বিতীয় নেপালি সংবিধান পরিষদেরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নেপালি কংগ্রেস দলের সদস্য হিসেবে তিনি ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন। ড. নারায়ণ খাড়কা ২০১৪ সালে নেপালের নগর উন্নয়ন মন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন।
রাজনীতির পাশাপাশি ড. নারায়ণ খাড়কা একজন সুলেখক। তাঁর রচিত গ্রন্থের মধ্যে Politics and Development in Nepal : Some Issues (১৯৯৪), Foreign Aid Poverty and Stagnation in Nepal (১৯৯২) ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ড. নারায়ণ খাড়কা বাংলাদেশের পক্ষে বিভিন্ন সমাবেশ ও সভা-সমিতিতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। নেপালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি এবং বাংলাদেশের মানুষকে সাহায্য-সহযোগিতা প্রদানের বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ ড. নারায়ণ খাড়কা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড