You dont have javascript enabled! Please enable it! 1971.12.15 | নলডাঙ্গা রেলওয়ে স্টেশন যুদ্ধ (নলডাঙ্গা, নাটোর) - সংগ্রামের নোটবুক

নলডাঙ্গা রেলওয়ে স্টেশন যুদ্ধ (নলডাঙ্গা, নাটোর)

নলডাঙ্গা রেলওয়ে স্টেশন যুদ্ধ (নলডাঙ্গা, নাটোর) সংঘটিত হয় ১৫ই ডিসেম্বর। এ-যুদ্ধে মুক্তিযোদ্ধারা বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ হস্তগত করেন।
খোলাবাড়িয়া যুদ্ধের (৮ই ডিসেম্বর) এক সপ্তাহ পর নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ১৫ই ডিসেম্বর পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের একটি খণ্ড যুদ্ধ হয়। এ-যুদ্ধে গেরিলা কমান্ডার চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে সিংড়ার হাতিয়ানদহর দিলীপ কুমার সরকার, খোলাবাড়িয়ার আব্দুস সাত্তার, আফাজ উদ্দিন, আব্দুস সামাদ, বিলজোয়ানীর আব্দুস সামাদ দেওয়ান, আবুল হোসেন, বেসারত আলী, আজমল হোসেন প্রমুখ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে পাকসেনারা ট্রেন থেকে নেমে অবস্থান করছে এমন খবর পেয়ে মুক্তিযোদ্ধারা তৎক্ষণাৎ তাদের ওপর এক ঝটিকা আক্রমণ করেন। অতর্কিত এ আক্রমণে পাকসেনারা দিশেহারা হয়ে পালাতে বাধ্য হয়। যুদ্ধে কোনো পক্ষেরই তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাকসেনাদের ফেলে যাওয়া বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। [এস এম জি মহিউদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড