You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক ও সমাজসেবী নলিনাক্ষ চৌধুরী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক ও সমাজসেবী নলিনাক্ষ চৌধুরী

নলিনাক্ষ চৌধুরী ভারতের চিকিৎসক ও সমাজসেবী। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি রেডক্রস সোসাইটি আসামের শিলচর শাখার সেক্রেটারি ছিলেন। তিনি নিয়মিত ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন শিবির পরিদর্শন করতেন এবং আশ্রিত শরণার্থী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদান করতেন। অন্য চিকিৎসকদের সহযোগিতায় তিনি কাছাড় জেলার বিভিন্ন স্থানে শরণার্থীদের জন্য ১৭টি চিকিৎসা শিবির স্থাপন করেন। নিজ অর্থের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থসাহায্য গ্রহণ করে তিনি শরণার্থীদের জন্য ওষুধপত্র ও চিকিৎসার ব্যবস্থা করতেন। তাছাড়া শরণার্থী শিবির-এ অবস্থানরত শিশুদের লেখাপড়ার যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়েও তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কাছে শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা সংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তর করেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর ডা. নলিনাক্ষ চৌধুরী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড