নবীগঞ্জ বাজার অপারেশন (বন্দর, নারায়ণগঞ্জ)
নবীগঞ্জ বাজার অপারেশন (বন্দর, নারায়ণগঞ্জ) পরিচালিত হয় ১১ই জুন সকালে। রাজাকাররা প্রায়ই নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত এ বাজারে এসে নিরীহ লোকজনদের টাকা-পয়সা ও জিনিসপত্র ছিনিয়ে নিত। তাদের এ অত্যাচার থেকে নিরীহ লোকদের মুক্ত করার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা পরিকল্পনা করেন। সে অনুযায়ী ঘটনার দিন সকালে বন্দরের সহকারী গ্রুপ কমান্ডার মো. নুরুজ্জামানের নির্দেশে নবীগঞ্জের আজিজ (মগা) নামে একজন মুক্তিযোদ্ধা বাজারে রেকি করে কমান্ডারকে অবহিত করেন। তারপর সকাল ১১টার দিকে মো. নুরুজ্জামানের নেতৃত্বে বন্দরের সাহাবুদ্দীন সবুজ, দুলাল, গোলাম কাদির বাবুল, কুশিয়ারার আজিজ, ধামগড় ইউনিয়নের মনারবাড়ির আলী আজগর প্রমুখ মুক্তিযোদ্ধা সোনারগাঁ থানার কাইক্কারটেক থেকে পায়ে হেঁটে নবীগঞ্জ বাজারে আসেন। আজিজ (মগা) নবীগঞ্জের রাজাকার দাউদকে দেখামাত্র কমান্ডারকে সংকেত দেন। সঙ্গে-সঙ্গে মো. নুরুজ্জামান ব্যাগ থেকে স্টেনগান বের করে তার দিকে তাক করলে সে দৌড় দেয়। কিন্তু মো. নুরুজ্জামানের গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয়। তারপর থেকে বাজারে রাজাকারদের অত্যাচার বন্ধ হয়। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড