নয়াবাজার যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা)
নয়াবাজার যুদ্ধ (চৌদ্দগ্রাম, কুমিল্লা) ১৪ই জুন সংঘটিত হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে ৩০ জন পাকিস্তানি সৈন্য হতাহত হয়।
১৪ই জুন সকাল ৬টায় পাকিস্তানি হানাদার বাহিনীর একটি গ্রুপ নয়াবাজার হয়ে চৌদ্দগ্রামের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে মুক্তিযোদ্ধারা বাধা দেন। এতে উভয় পক্ষে যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে হানাদার বাহিনীর অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তারা পিছু হটে যায়। যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ৩০ জন সৈন্য হতাহত হয়। পূর্বে ২৯শে এপ্রিল একই স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর প্রতীক (পিতা সৈয়দ আলী, ফাল্গুনকরা) শহীদ হন। [মোতাহার হোসেন মাহবুব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড