নবীগঞ্জ গণকবর স্মৃতিসৌধ (নবীগঞ্জ, হবিগঞ্জ)
নবীগঞ্জ গণকবর স্মৃতিসৌধ (নবীগঞ্জ, হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত। নবীগঞ্জ বাজার গণহত্যায় শহীদদের স্মৃতির উদ্দেশে ১৯৯৯ সালের শেষদিকে নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে গণকবরের স্থানে এটি নির্মাণ করা হয়। ২০০০ সালের ২৬শে মার্চ এর উদ্বোধন করেন স্থানীয় (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী। স্মৃতিসৌধের গাত্রে স্থাপিত পাথরে খোদিত আছে নবীগঞ্জ বাজার গণহত্যায় শহীদ ২২ জনের মধ্যে ১০ জনের নাম। সৌধের পাশে তিনটি শ্বেতপাথরে স্থাপিত হয়েছে নবীগঞ্জ উপজেলার সকল শহীদদের একটি নামফলক। এতে মোট ৮২ জন শহীদের নাম-ঠিকানা রয়েছে। তাঁরা হলেন- অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (জন্তরী), সুরেশ চন্দ্র চৌধুরী (নবীগঞ্জ বাজার), মো. সাবাজ মিয়া (নবীগঞ্জ বাজার), রাজ কুমার বণিক (নবীগঞ্জ বাজার), অমূল্য চন্দ্র দাশ (গুজাখাইর), জিতেন্দ্র নাথ ঢালী (নবীগঞ্জ বাজার), গজেন্দ্র দেব (নবীগঞ্জ বাজার), শৈলেন্দ্র বণিক (নবীগঞ্জ বাজার), সুরেন্দ্র মহালদার (শিবপাশা), কুমুদ রঞ্জন চক্রবর্তী (শিবপাশা), সুরেশ দাশ (শিবপাশা), হীরালাল সাহা (শিবপাশা), রসিক লাল সাহা (শিবপাশা), স্নেহলতা চক্রবর্তী (শিবপাশা), হাবিব উল্লা (সালামতপুর), ননী শীল (তামাসপুর), যোগেশ দাস (হালিতলা), পিয়ারী মোহন পাল (হালিতলা), কামিনী নমঃশূদ্র (জন্তরী), কুটি চান দেব (জন্তরী) মাৎসিনী বৈদ্য (জন্তরী), রাইমোহন শীল (কেলি কানাইপুর), উপেন্দ্র দেব (কেলি কানাইপুর), হরিপদ দেব (কেলি কানাইপুর), গোবিন্দ শীল (কেলি কানাইপুর), নয়ন দাস (গয়াহরি), উমাকান্ত দাস (গয়াহরি), লোচন দাস (গয়াহরি), বীরেন্দ্র দাস (গয়াহরি), অমূল্য চন্দ্র দাশ (গুজাখাইর), প্রমোদ রঞ্জন নমঃশূদ্র (সরিষপুর), প্রমোদ রঞ্জন নমঃ শূদ্র (সরিষপুর), আব্দুল মন্নান (সরিষপুর), মাসুক মিয়া (জালালপুর), মো. মোস্তফা কামাল (কামারগাঁও), তছলিম উদ্দিন (কামারগাঁও), মো. ওয়াছিল মিয়া (দেওতৈল), গোপিচন্দ্র দাস (জগন্নাথপুর), বরদা সুন্দরী নমঃশূদ্র (রমজানপুর), পরান রানী শব্দকর (দরবেশপুর), অধীর শব্দকর (দরবেশপুর), গণেশচন্দ্র দাস (মুক্তাহার), গৌরচন্দ্র দাস (মুক্তাহার), নিরাংগা বালা দাশ (মুক্তাহার), ইরফান উল্লা (মিল্লিক), অরুণ ভট্রাচার্য (উমরপুর), অশ্বিনী কুমার নাথ (জোতপুর), মন্তাজ উল্লা (পিরিজপুর), কালীপদ চক্রবর্তী (মমিনপুর), সজল চক্রবর্তী (মমিনপুর), বীরেন্দ্র চক্রবর্তী (মমিনপুর), বাণীকান্ত চক্রবর্তী (মমিনপুর), পুলিনচন্দ্র রায় হালদার (মমিনপুর), যোগেশ নমঃশূদ্র (দেওপাড়া), নীরাই নমঃশূদ্র (দেওপাড়া), নিহারী চন্দ্র দাস (দেওপাড়া), চিত্তরঞ্জন দাস (কালাভরপুর), সানা উল্লা (প্রজাতপুর), আব্দুল বারী (শ্রীমতপুর), মানিক মিয়া (শ্রীমতপুর), ইজ্জত উল্লা (বান্দাউড়া), আলা উদ্দিন (সদরাবাদ), সরুজিনী ধর (ব্রাহ্মণগাঁও), ওয়াহিদ উল্লা (ব্রহ্মণগাঁও), কালীচরণ বিশ্বাস (লক্ষ্মীপুর), ভক্ত নমঃশূদ্র (লক্ষ্মীপুর), শ্রীনাথ আচার্য (সাকুয়া), গোপিকা রঞ্জন পাল (সুজাপুর), পরেশ চন্দ্র দেব (গহরপুর), রাখাল দেব (গহরপুর), আনিছ উল্লা (শতক), সরাফত উল্লা (চৌশতপুর), দরছ উল্লা (কন্দিগাঁও), জানু মিয়া (বনগাঁও), রশিদ উল্লা (উত্তর রামলোহ), জগাই মহাশ্য দাশ (করিমপুর), মথুর মহাশ্য দাশ (করিমপুর), কাঞ্চন বালা বিশ্বাস (চৌকি), আবু মিয়া (হরিধরপুর), হরেন্দ্র চন্দ্র রায় (পাঞ্জারাই), শান্তিবালা রায় (পাঞ্জারাই) ও ধ্রুব দাস (অস্পষ্ট)। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড