নগরবাড়ি গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল)
নগরবাড়ি গণহত্যা (কালিহাতী, টাঙ্গাইল) সংঘটিত হয় জুন মাসের প্রথম দিকে। ঘটনার দিন পাকিস্তানি সেনাবাহিনী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নগরবাড়ি গ্রামটি জ্বালিয়ে দেয়। এ-সময় দূরে পালিয়ে থাকা কয়েকজন গৃহস্থ তাদের ভিটেবাড়ি দেখতে আসে। কিন্তু পাকিস্তানি সৈন্যরা যে তখনো এলাকা ত্যাগ করেনি, তা তারা জানত না। তাই বাড়িতে আসামাত্র পাকসেনারা ছয়জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। এ গণহত্যায় শহীদরা হলেন: নিপু মোদক (পিতা ক্ষেত্রনাথ মোদক), আদিনাথ মোদক (পিতা শ্রীহরি মোদক), চান্দু মণ্ডল (পিতা নবা মণ্ডল), রহিজ উদ্দিন (পিতা গগন মণ্ডল), আব্দুল জব্বার (পিতা আব্দুল গনি) এবং এনাহার মিঞা (পিতা কালু মিঞা)। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড