You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক ধ্রুবজ্যোতি লাহিড়ী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক ধ্রুবজ্যোতি লাহিড়ী

ধ্রুবজ্যোতি লাহিড়ী (জন্ম ১৯৩৬) ভারতের অধ্যাপক। তিনি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি জীববিদ্যার অধ্যাপক হিসেবে National Council of Educational Research and Training (NCERT) থেকে অসবর গ্রহণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে চারুচন্দ্র কলেজের প্রভাষক ড. ধ্রুবজ্যোতি লাহিড়ী পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি র সদস্য ছিলেন। তিনি ও তাঁর সহকর্মীরা সংবাদপত্রে প্রকাশিত নিরীহ বাংলাদেশীদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার খবরাখবর কেটে-কেটে একত্রিত করে সচেতন জনগণকে অবগত করার জন্য দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে প্রেরণ করতেন। এর ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের সমর্থন আদায় সহজতর হয়েছিল। ড. ধ্রুবজ্যোতি লাহিড়ী ও তাঁর সহকর্মীরা শরণার্থীদের জন্য ওষুধপত্র ও আর্থিক সহায়তা নিয়ে বিভিন্ন শরণার্থী শিবির -এ গমন করতেন এবং শরণার্থীদের মধ্যে বিতরণ করতেন। জীবনের ঝুঁকি নিয়ে ড. লাহিড়ী সীমান্তবর্তী মুক্তিবাহিনীর শিবিরে গমন করতেন। অনুমতি নিয়ে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ শিবিরে গমন করে তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও সমগ্র ভারতবর্ষে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বিভিন্ন সভা-সমিতিতে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ড. ধ্রুবজ্যোতি লাহিড়ী-কে ২৪শে মার্চ ২০১৩ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড