বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রশিল্পী ধীরাজ চৌধুরী
ধীরাজ চৌধুরী (জন্ম ১৯৩৬) ভারতের চিত্রশিল্পী। তিনি ১৯৩৬ সালের ১লা এপ্রিল অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার গভর্নমেন্ট কলেজ অব আর্ট এন্ড ক্রাফ্ট থেকে স্নাতক এবং শিল্প বিষয়ে দিল্লি পলিটেকনিক (কলেজ অব আর্ট) থেকে ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৯৬২-৯৬ সময়ে নয়াদিল্লির আর্ট কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সাল থেকে তাঁর আঁকা ছবি নিয়ে ভারতের প্রধান শহরগুলোতে ১০০টির অধিক এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেনে ২০টি একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হয়। শিল্প বিষয়ে তাঁর একাধিক পুস্তক প্রকাশিত হয়েছে। শিল্পকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে ললিতকলা একাডেমি কর্তৃক জাতীয় পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বহু পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ধীরাজ চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে অনেক ছবি আঁকেন এবং ২৮শে আগস্ট দিল্লির কুনিকা আর্ট সেন্টারে চিত্রপ্রদর্শনীর আয়োজন করেন। তাঁর আঁকা ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অত্যাচার, নিপীড়ন ও দুঃখকষ্টের মর্মস্পর্শী চিত্র ফুটে ওঠে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী- মুক্তিযুদ্ধভিত্তিক মর্মস্পর্শী এসব ছবি ও চিত্রপ্রদর্শনীর প্রশংসা করেন। ধীরাজ চৌধুরীর আঁকা ছবিগুলো তখন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। প্রদর্শনীর বিক্রয়লব্ধ অর্থ তিনি বাংলাদেশের তহবিলে দান করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ ধীরাজ চৌধুরী-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড