ধানসাগর যুদ্ধ (মোড়েলগঞ্জ, বাগেরহাট)
ধানসাগর যুদ্ধ (মোড়েলগঞ্জ, বাগেরহাট) সংঘটিত হয় ২৪শে সেপ্টেম্বর। এতে ৩ জন রাজাকার নিহত হয়।
২৪শে সেপ্টেম্বর কবির আহম্মেদ মধু ও আমজাদ হোসেন মল্লিকের নেতৃত্বে ১০-১২ জনের একটি মুক্তিযোদ্ধা দল সুন্দরবনে অবস্থিত বঙ্গবন্ধু ক্যাম্প থেকে নৌকায় করে পল্লীমঙ্গল গ্রামের দিকে রওনা হয়। গ্রামে মুক্তিযুদ্ধের পক্ষের জনসাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য-সামগ্রী ও অত্যাবশ্যক জিনিসপত্র সংগ্রহ করে রেখেছিল। সেগুলো আনতেই দলটি সেখানে যায়।
রাত ৩টার দিকে মুক্তিযোদ্ধা দলটি বঙ্গবন্ধু ক্যাম্প থেকে বের হয়ে কিছুটা উত্তর দিকে এগিয়ে ধানসাগর খালের গোড়ায় অবস্থিত ফরেস্ট অফিসের দিকে যেতে থাকে। কিন্তু ঐ অফিসের নিকট ওঁৎ পেতে থাকা রাজাকারদের ৩টি নৌকার সঙ্গে মুক্তিযোদ্ধা দলটি মুখোমুখি হয়। রাজাকাররা মুক্তিযোদ্ধাদের দেখামাত্র নৌকা লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে নৌকার মাঝি পায়ে গুলিবিদ্ধ হয়। সঙ্গে-সঙ্গে কমান্ডার মধু ও তাঁর সঙ্গী মুক্তিযোদ্ধারাও রাজাকারদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। গুলি করতে-করতে মুক্তিযোদ্ধারা রাজাকারদের অবস্থানের কাছাকাছি চলে আসেন এবং কৌশলে খালের তীরে উঠে শত্রুদের ওপর অব্যাহতভাবে গুলিবর্ষণ করতে থাকেন। এতে রাজাকার পক্ষের ৩ জন নিহত হয়। অবশিষ্টরা নৌকা ফেলে পালিয়ে যায়। এ পরিস্থিতিতে যাত্রা স্থগিত করে কমান্ডার মধু তাঁর দল নিয়ে হেডকোয়ার্টার্স বঙ্গবন্ধু ক্যাম্পে ফিরে যান। সেদিন কমান্ডার মধুর সঙ্গে যে-সকল মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁরা হলেন- আমজাদ হোসেন মল্লিক, খালিদ হোসেন, খলিলুর রহমান, নাছির আহম্মেদ, ধলু শেখ, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান ও শেখ মশিউর রহমান। [শেখ মশিউর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড