ধানাইদহ ব্রিজপাড় গণকবর (বড়াইগ্রাম, নাটোর)
ধানাইদহ ব্রিজপাড় গণকবর (বড়াইগ্রাম, নাটোর) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে অনেকে শহীদ হন। তাদের কয়েকজনকে এখানে গণকবর দেয়া হয়।
৭১-এর ১০ই এপ্রিল পাকসেনারা ২য় বারের মতো নগরবাড়ির প্রতিরোধযোদ্ধাদের পরাস্ত করে রাস্তার দুপাশের গ্রামগুলোতে আগুন জ্বালাতে-জ্বালাতে দাশুড়িয়া হয়ে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজে পৌঁছে। পরের দিন ১১ই এপ্রিল তারা ঈশ্বরদী দখলে নেয়। তাদের একটি দল মুলাডুলি থেকে আনুমানিক তিন কিলোমিটার উত্তরে নাটোরের দিকে রওনা দিলে রাজাপুর হাটের ধানাইদহ নামক স্থানে মৃত নদীর ওপর নির্মিত ব্রিজে প্রতিরোধের সম্মুখীন হয়। এখানে স্থানীয় জনগণ ও ইপিআর-এর কয়েকজন সদস্য ধানাইদহ ব্রিজ ভেঙ্গে দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। ধানাইদহ ব্রিজে এসে হানাদার বাহিনী স্থানীয়দের প্রতিরোধ ভেঙ্গে ফেলে। এখানকার প্রতিরোধযুদ্ধে ইপিআর সদস্য ও স্থানীয় অনেকে শহীদ হন। তাদের কয়েকজনকে ধানাইদহ ব্রিজের পাশেই গণকবর দেয়া হয়। বাকিদের লাশ হয় ভেসে যায়, না হয় বন্য প্রাণীর খাদ্যে পরিণত হয়। ধানাইদহ ব্রিজ প্রতিরোধ যুদ্ধে শহীদদের গণকবরের ওপর একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। [সুমা কর্মকার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড