You dont have javascript enabled! Please enable it! 1971.04.16 | ধাপপাড়া গণহত্যা (বদরগঞ্জ, রংপুর) - সংগ্রামের নোটবুক

ধাপপাড়া গণহত্যা (বদরগঞ্জ, রংপুর)

ধাপপাড়া গণহত্যা (বদরগঞ্জ, রংপুর) ১৬ই এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ নৃশংস গণহত্যায় ১১ জন সাধারণ মানুষ শহীদ হন।
ঘটনার দিন দুপুরবেলা পাকিস্তানি সৈন্যরা পিকআপে করে সয়ংক্রিয় অস্ত্রহাতে ট্যাক্সেরহাট হয়ে উত্তর রামনাথপুর ধাপপাড়া এসে থামে। তারা রাস্তার মাঝে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ধাপপাড়ার মানুষজন আর্তচিৎকারে প্রাণ বাঁচাতে এদিক-সেদিক দৌড়াতে থাকে। হানাদার বাহিনীর অতর্কিত গুলিতে নিমেষেই ১১টি তাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়ে। ধাপপাড়া গণহত্যায় শহীদ এলাকাবাসীরা হলেন- জঙ্গলী ভরসা, অমো মাই, চিনি মাই, মৌলভী কুদ্দুস আলী, মমতাজ আলী, ইউসুফ আলী, তমিজ উদ্দিন, বিশু, স্বাধিনা, আজিজার রহমান খোকা ও মরিয়ম নেছা ওরফে কালটি মাই (৯ মাসের গর্ভবতী)। শহীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। [মো. মেছের উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড