ধলঘাট হাসপাতাল যুদ্ধ (পটিয়া, চট্টগ্রাম)
ধলঘাট হাসপাতাল যুদ্ধ (পটিয়া, চট্টগ্রাম) সংঘটিত হয় ২৭শে সেপ্টেম্বর। এতে রাজাকাররা পরাস্ত হয়ে পিছু হটে এবং ২ জন মুজাহিদ মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়। ধলঘাট পটিয়া উপজেলার একটি গ্রাম। এ গ্রামে কমিউনিটি ক্লিনিকের আদলে একটি সরকারি হাসপাতাল রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এ হাসপাতালের ডাক্তার ছিলেন বদিউল আলম। ধলঘাট হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেয়া হতো। এ অজুহাতে ৩০ জন রাজাকার এ হাসপাতাল আক্রমণের পরিকল্পনা করে। এ খবর মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে যায়। রাজাকারদের আক্রমণ প্রতিহত করার জন্য ক্যাপ্টেন করিম ও প্রফেসর শামসুল ইসলামের নেতৃত্বে ২০ জন মুক্তিযোদ্ধার একটি দল গঠিত হয়। মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল রতনপুরে। ২৭শে সেপ্টেম্বর তাঁরা সেখান থেকে এসে দুই গ্রুপে ভাগ হয়ে হাসপাতালের নিকট এম্বুশ করেন। হাসপাতালে আসার পথে রাস্তায় মুক্তিযোদ্ধারা রাজাকারদের আক্রমণ করেন। রাজাকাররাও পাল্টা আক্রমণ করে। উভয় পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী প্রচণ্ড যুদ্ধ হয়। এ-যুদ্ধে রাজাকাররা পরাস্ত হয়ে পিছু হটে এবং ২ জন মুজাহিদ মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়। মুক্তিযোদ্ধাদের পক্ষে এ অপারেশনে সুজিত নাগ, আ হ ম নাসির উদ্দিন চৌধুরী, প্রদ্যুৎ পাল, রাখাল নাখ, নির্মল মল্লিক, বুলবুল প্রমুখ অংশগ্রহণ করেন। [উদয়ন নাগ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড