ধলাপাড়া যুদ্ধ (ঘাটাইল, টাঙ্গাইল)
ধলাপাড়া যুদ্ধ (ঘাটাইল, টাঙ্গাইল) সংঘটিত হয় ২৮শে অক্টোবর। এতে পাকবাহিনী পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধারা তাদের ধলাপাড়া ক্যাম্প দখল করেন।
ঘাটাইল থেকে প্রায় ১২ কিলোমিটার পূর্বে ধলাপাড়ায় পাকবাহিনী ক্যাম্প স্থাপন করে। ধলাপাড়া থেকে কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে আদানী গ্রামে ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তমএর নির্দেশে ২৮শে অক্টোবর কোম্পানি কমান্ডার রিয়াজউদ্দিন তালুকদারের নেতৃত্বে সরাবাড়ির সেলিম সিদ্দিকী, হারুন সিদ্দিকী, মোজাম্মেল হক, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, আবদুল কাদের, ভূঞাপুরের সরই গ্রামের আবদুল মালেক, তেঘরির আবদুল ওয়াহেদ, খানুরবাড়ির শহীদুজ্জামান খান, নায়েব আলী, রাউৎবাড়ির ফরিদুল আলম, খোকসাবাড়ির কালা মিয়া, আসকর আলী, সাগরদীঘির বাবর আলী, মির্জাপুরের চর পাকুল্লার বাবুল, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, প্লাটুন কমান্ডার আবদুল বাছেদ ও অলোকসহ ৫০ জন মুক্তিযোদ্ধা ধলাপাড়ায় স্থাপিত হানাদার ক্যাম্প আক্রমণে অংশ নেন। মুক্তিযোদ্ধারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে সুবিধাজনক স্থানে পজিশন নিয়ে হানাদার ক্যাম্পে আক্রমণ চালান। ভোররাতে আক্রমণ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পাল্টাপাল্টি গুলি বিনিময়ের এক পর্যায়ে পাকবাহিনী ক্যাম্প ছেড়ে পলায়ন করে। মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ক্যাম্পটির দখল নেন। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৫ম খণ্ড