১৪ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – ব্রাহ্মণবাড়িয়া
ক্যাপ্টেন আইনউদ্দিন এর বাহিনী ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছিল। সারাদিন ব্রাহ্মণবাড়িয়াতে পাকহানাদার বাহিনী বিমান আক্রমণ চালায়। পাশাপাশি আশুগঞ্জেও পাকবাহিনী বিমান আঘাত হানে। এ আক্রমণে ব্রাহ্মণবাড়িয়াতে বহু নিরীহ মানুষ ও বাঙালি মুক্তিকামী সৈন্য মৃত্যুবরণ করে। তা ছাড়া আশুগঞ্জে প্যারা ট্রুপারও নামে। এ সময় সেখানে ক্যাপ্টেন মতিনের বাহিনী ছিল। পাক বাহিনী জলযানে করেও তাদের উপর হামলা করে। ক্যাপ্টেন মতিনের বাহিনীর অনেকেই মারা যায়। শাহবাজপুর ফেরত যেতেই মতিনের দুটি বাহিনীর ৪০ জন নিহত হয়। পাক সেনারা গ্রাম গুলো জ্বালিয়ে দেয় এবং যুবতীদের ধরে নিয়ে যায়। ক্যাপ্টেন মতিন শাহবাজপুরে একটি ব্রিজ ধ্বংস করে সেখানেই অবস্থান করতে থাকেন। ক্যাপ্টেন আইনউদ্দিন ব্রাহ্মনবাড়িয়া ত্যাগ করার আগে ইস্টার্ন মার্কেনটাইল ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকা নিয়ে নেন। তেলিয়াপারায় উক্ত টাকা মেজর শফিউল্লাহর কাছে জমা দেন। টাকা দিয়ে আসার পর আইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া ফেরত এসে দেখেন তার বাহিনী ইতিমধ্যে আখাউরা চলে গেছে। আইন উদ্দিন ব্রাহ্মনবাড়িয়া এসে ওয়ারলেস সেট দুটি নিয়ে তেলিয়াপাড়া হয়ে আখাউরা চলে যান।