You dont have javascript enabled! Please enable it! 1971.09.21 | দোসতিনা-মধুখালির শালবাগান যুদ্ধ (ঝিকরগাছা, যশোর) - সংগ্রামের নোটবুক

দোসতিনা-মধুখালির শালবাগান যুদ্ধ (ঝিকরগাছা, যশোর)

দোসতিনা-মধুখালির শালবাগান যুদ্ধ (ঝিকরগাছা, যশোর) সংঘটিত হয় ২১শে সেপ্টেম্বর। এতে ২০ জন পাকসেনা নিহত হয়।
মুক্তিযুদ্ধের সময় দোসতিনা-মধুখালি দিয়ে প্রায়ই পাকসেনারা যশোর ক্যান্টনমেন্ট থেকে পশ্চিমাঞ্চলে যাতায়াত করত। মুক্তিযোদ্ধারা গুপ্তচরের মাধ্যমে এ খবর জানতে পারেন। ২১শে সেপ্টেম্বর খুব ভোরে তাঁরা দুই ভাগে বিভক্ত হয়ে মধুখালি শালবাগানের কাছে রাস্তার পাশে মাইন পেতে এম্বুশ করেন। তাঁদের দুটি গ্রুপের একটির কমান্ডার ছিলেন ওলিয়ার রহমান এবং অন্যটির আব্দুস সাত্তার। ওলিয়ার গ্রুপে ছিলেন আব্দুল জলিল (রকেট জলিল) ও হাজারী লাল তরফদারসহ ১০-১২ জন মুক্তিযোদ্ধা (স্বাধীনতার পরে এই দুজনই ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন)। পাকসেনারা শালবাগানের কাছে আসার সঙ্গে-সঙ্গে মুক্তিযোদ্ধারা মাইনের বিস্ফোরণ ঘটান। ফলে উভয় পক্ষে সম্মুখ যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ২০ জন পাকসেনা নিহত হয়। অপরদিকে দুজন মুক্তিযোদ্ধা শহীদ এবং কয়েকজন আহত হন। যুদ্ধের পর ঝিকরগাছা-দোসতিনা রাস্তার নিয়ন্ত্রণ নেন মুক্তিযোদ্ধারা। ফলে হানাদার বাহিনীর যাতায়াত বাধাগ্রস্ত হয় এবং তারা কোনঠাসা হয়ে পড়ে। [ফখরে আলম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড