You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম দেলোয়ার হোসেন - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম দেলোয়ার হোসেন

দেলোয়ার হোসেন, বীর বিক্রম (১৯৫০-১৯৭১) সিপাহি ও শহীদ বীর মুক্তিযোদ্ধা। তাঁর জন্ম ১৯৫০ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শান্তিরহাট ইউনিয়নের অন্তর্গত ওয়াজকিপুর গ্রামে। তাঁর মাতার নাম আঞ্জুমান নেছা এবং পিতার নাম আফিস উদ্দিন দেলোয়ার হোসেন ইপিআর বাহিনীতে সিপাহি হিসেবে চাকরি করতেন। ৭১-এ তাঁর কর্মস্থল ছিল যশোর। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড শুরু করে। এমত পরিস্থিতিতে দেশের মানুষকে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি যশোরের বিভিন্ন স্থানে প্রতিরোধযুদ্ধে অংশ নেন। এরপর নিজ এলাকায় গিয়ে ২ নম্বর সেক্টরের অধীন রাজনগর সাব- সেক্টরে তিনি বীরত্বপূর্ণ যুদ্ধ করেন। নোয়াখালীর বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত করতে তিনি দুঃসাহসী ভূমিকা রাখেন। ১৩ই ডিসেম্বর ফেনী জেলার পাঠাননগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখ যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ও জীবন উৎসর্গ করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক দেলোয়ার হোসেনকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম জাকিয়া খাতুন। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড