You dont have javascript enabled! Please enable it! 1971.04.14 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ - পার্বত্য চট্টগ্রাম | ছুটি ভোগরত ক্যাপ্টেন আফতাব কাদের মুক্তিযুদ্ধে যোগ দেন - সংগ্রামের নোটবুক

১৪ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – পার্বত্য চট্টগ্রাম

এদিন ছুটি ভোগরত ক্যাপ্টেন আফতাব কাদের মুক্তিযুদ্ধে যোগ দেন। মেজর জিয়া তাকে মহালছড়ি পাঁঠিয়ে দেন ক্যাপ্টেন মাহফুজ ২০০ সৈন্য নিয়ে মহালছড়িতে মীর শওকতের সাথে যোগ দেন।  খাগড়াছড়ি এলাকাতে ক্যাপ্টেন আফতাব কাদেরের নেতৃত্বে একটি কোম্পানি মাইনাস (১০০ জন), বুড়িঘাটে একটি কোম্পানি মাইনাস (১০০) নিয়ে ক্যাপ্টেন খালেকুজ্জামান, বরকলে লে. মাহফুজ একটি কোম্পানি মাইনাস (১০০) নিয়ে এবং কুতুবছড়ি এলাকাতে সুবেদার মুতালেব একটি কোম্পানি মাইনাস(১০০) নিয়ে প্রতিরক্ষামূলক অবস্থান নেয়।