You dont have javascript enabled! Please enable it!

দোগাছী গণহত্যা (নওগাঁ সদর)

দোগাছী গণহত্যা (নওগাঁ সদর) সংঘটিত হয় সেপ্টেম্বর মাসে। এতে ৫২ জন নারী-পুরুষ শহীদ হন।
ঘটনার দিন পাকবাহিনী ও তাদের দোসররা বগুড়া জেলার সান্তাহারের কলশী গ্রাম এবং এর পার্শ্ববর্তী পিরোজপুর ও খিদিরপুর গ্রাম থেকে ৫২ জন নারী-পুরুষকে ধরে এনে দোগাছী গ্রামের দক্ষিণপাড়ায় হত্যা করে। এ হত্যাকাণ্ডে নিহতরা হলো- আবুল কাশেম, জহির উদ্দিন, নাছির মুন্সি, গগন মুন্সি, রাজ্জাক সোনার, শমসের মুন্সি, খোয়াজ সরদার, কুশা ঠিকাদার, আয়েজ সরদার, রহমান মৃধা, কামেজ সোনার, কবির সোনার, খুদু সরদার, বেলায়েত হোসেন, হাবিল প্রামাণিক, মোকাম্মেল প্রামাণিক, জব্বার প্রামাণিক, দিলার প্রামাণিক, ফুলচাঁদ, রওশন আলী, মেহের আলী, ময়েজ প্রামাণিক, আয়েজ উদ্দিন, আনছার প্রামাণিক, আয়েন উদ্দিন প্রামাণিক, শামসুল হক, ইউনূস আলী, কুরান সাহানা, চেরু প্রামাণিক, রশিদ তালুকদার, আয়চাঁদ, আব্দুস সামাদ, জিতাই শেখ, জহির উদ্দিন খন্দকার, তার স্ত্রী লুবনা মণ্ডল, ইয়াকুব আলী সরদার, মঈন সরদার, সাগর মণ্ডল, ছায়েব আলী মণ্ডল, কছির উদ্দিন মৃধা, মহির উদ্দিন মৃধা, মকবুল সরদার, কাছের আলী প্রামাণিক, স ম প্রামাণিক, নসীর উদ্দিনের স্ত্রী, অছিম উদ্দিন মৃধা, হাসমত আলী, চাঁন্দ, আব্বাছ মোল্লা, আনছার আলী মোল্লা, আক্কাস আলী শেখ ও বনিজ উদ্দিন মণ্ডল। দোগাছী দক্ষিণপাড়ায় এদের সমাহিত করা হয়। [আইয়ুব হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!