You dont have javascript enabled! Please enable it!

দেউলি যুদ্ধ (মির্জাগঞ্জ, পটুয়াখালী)

দেউলি যুদ্ধ (মির্জাগঞ্জ, পটুয়াখালী) ডিসেম্বর মাসের প্রথমদিকে সংঘটিত হয়। এ-যুদ্ধে কয়েকজন পাকিস্তানি সৈন্য হতাহত হয় এবং বাকিরা পলায়ন করে।
দেউলি গ্রামটি দেউলি-সুবিদখালী ইউনিয়নের অন্তর্গত এবং মির্জাগঞ্জ উপজেলা সদর থেকে ৫ কিমি দক্ষিণে অবস্থিত। আলতাফ বাহিনীর প্রধান আতাফ হায়দার তাঁর সহযোদ্ধাদের নিয়ে দেউলি গ্রামে অবস্থান করছে— হানাদার বাহিনী রাজাকারদের মাধ্যমে এ খবর জানতে পারে। ডিসেম্বর মাসের প্রথমদিকে দিনের বেলা রাজাকার বেলায়েত হোসেন (২৫) ও শাহজাহান শিকদারের দেখানো পথে ব্যারেরধন নদী দিয়ে গানবোটে ৪০-৪৫ জন পাকিস্তানি সৈন্য দেউলি আসে। গ্রামের মধ্যে প্রবেশ করে তারা আলতাফ হায়দারের ঘরসহ ৪টি ঘরে আগুন লাগিয়ে দেয়। আলতাফ হায়দারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের কারণে হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এ-যুদ্ধে কয়েকজন পাকিস্তানি সৈন্য হতাহত হয়। [ইব্রাহীম খলিল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!