১৪ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – যশোর
লেঃ হাফিজ প্রথম বেঙ্গল ও ইপিআর সমন্বয়ে গঠিত বাহিনী চৌগাছা থেকে হেড কোয়ার্টার তুলে নিয়ে বেনাপোলের ৩ মাইলপূর্বে কাগজপুকুর গ্রামে স্থাপন করেন এবং যশোর বেনাপোল রাস্তার দুধারে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন। এখানে ১ বেঙ্গলের ২০০ ইপিআর এর ৩০০ সৈন্য অবস্থান নেয়। পাশেই নাভারনে পাক বাহিনী তাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস রিলিজে দাবী করা হয় তারা মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর প্রচুর অস্র আটক করেছে।