You dont have javascript enabled! Please enable it!

দুর্গাপুর রোড যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম)

দুর্গাপুর রোড যুদ্ধ (মিরসরাই, চট্টগ্রাম) বিভিন্ন সময়ে সংঘটিত হয়। উভয় পক্ষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এ- যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা হানাদারদের ব্যতিব্যস্ত করে রাখেন।
দুর্গাপুরের রাস্তা দিয়ে পাকিস্তানি বাহিনী প্রায়ই গ্রামে লুটপাট করতে আসত। মুক্তিযোদ্ধাদের হাতে অনেক সময় তারা নাজেহাল হতো। এ এফ এম নিজাম গ্রুপের মুক্তিযোদ্ধারা একদিন রাতে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের আক্রমণের জন্য এ রাস্তায় ওঁৎ পেতে থাকেন। খুব সকালে পাকিস্তানি সৈন্যরা এ রোডে এলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ করেন। সকাল ৯টা পর্যন্ত এ-যুদ্ধ চলে। এক পর্যায়ে পাকিস্তানি সৈন্যরা পিছু হটে। এ-যুদ্ধে অংশগ্রহণ করেন শাহ আলম গ্রুপ, আফসার গ্রুপ ও অহিদুল গ্রুপের মুক্তিযোদ্ধারা। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!